এবার ইজরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে উঠল আর্থিক দুর্নীতির অভিযোগ। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ দায়ের করলেন সে দেশের অ্যাটর্নি জেনারেল। এই খবর প্রকাশ্যে আসতেই তাজ্জব বনে গিয়েছেন সবাই। তিন বছর তদন্ত চালানোর পর অ্যাটর্নি জেনারেল আভিচাই মান্ডেলব্লিট অভিযোগ করেন, তিনটি পৃথক দুর্নীতিতে অংশ নিয়ে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং ঘুষ নেওয়ার ঘটনা ঘটিয়েছেন নেতানিয়াহু।
এই খবর নিয়ে যখন তোলপাড় হচ্ছে তখন অ্যাটর্নি জেনারেল সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘুষ নেওয়া, বিশ্বাসভঙ্গ এবং জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করার সিদ্ধান্ত হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। এই অভিযোগের প্রতিলিপি প্রধানমন্ত্রীর আইনজীবীকেও পাঠানো হয়েছে।’ সংবাদমাধ্যমকে বক্তব্য দেওয়ায় তা মুহূর্তে চাউর হয়ে গিয়েছে। গোটা দেশে ঢি ঢি পড়ে গিয়েছে।
অভিযোগ উঠেছে, ইজরায়েলের এক ব্যবসায়ীর কাছ থেকে উপহার হিসেবে ২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার মূল্যের জিনিস নিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইজরায়েলের সংবাদমাধ্যমেও এই ঘটনাটি প্রকাশিত হয়। তার পরেই আইন ও বিচার মন্ত্রকের নজরে আসে দুর্নীতির বিষয়টি।