ফের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১০৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই আমাজনের শেয়ারের পতন হয়ে গেল ৭ শতাংশ। ফলে প্রায় ৭ বিলিয়ন ডলার হারিয়ে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ ১০৩ দশমিক ৯ বিলিয়নে নেমে গেল। বিশ্বের সবচেয়ে ধনীর শিরোপাও সেইসঙ্গে হাতছাড়া হয়ে গেল তার। ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা আন্তর্জাতিক পত্রিকা ফোর্বসের পৃথিবীর সবচেয়ে ধনীদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস। ২০১৮ সালে বিল গেটসকে প্রথমবারের মতো সিংহাসনচ্যুত করেন জেফ বেজোস। সেই সময় বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬০ বিলিয়ন ডলার।
সম্পর্কিত খবর
শেখ হাসিনার সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।
সংসার ভেঙ্গে গেল বিল গেটসের
Posted on Author নিজস্ব সংবাদদাতা
দীর্ঘ সাতাশ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস
ইস্তফা দিলেন বিল গেটস
Posted on Author নিজস্ব সংবাদদাতা
নিজেকে তিনি প্রমাণ করেছেন। তাই নতুন করে আর প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু সমাজের পাশে দাঁড়ানোর দরকার আছে। তাই তো তিনি ইস্তফা দিয়ে সমাজের কাজে নিয়োজিত হতে চলেছেন। হ্যাঁ, তিনি বিল গেটস। যিনি পথ দেখিয়ে দাঁড় করিয়েছিলেন মাইক্রোসফটকে। আর মাইক্রোসফটের পক্ষ থেকে ঘোষণা করা হল সংস্থার সহ–প্রতিষ্ঠাতা বিল গেটস বোর্ড অফ ডিরেক্টরস দায়িত্ব থেকে ইস্তফা […]