বিনোদন

আবারও ছোট পর্দায় পার্নো

‘রঞ্জনা আমি আর আসবো না’ ছবির মাধ্যমে ১০ বছর আগে বড় পর্দায় অভিষেক হয়েছিল অভিনেত্রী পার্নো মিত্রের। তিনি এর আগে নিয়মিত টেলিভিশনে অভিনয় করতেন। সে সময় ‘খেলা’, ‘মোহনা’, ‘বউ কথা কও’, ‘সময়’ সিরিয়ালগুলো দিয়ে বাঙালির ড্রয়িংরুমের পরিচিত নাম হয়ে উঠেছিলেন পার্নো।

নতুন খবর হলো, ১০ বছর বাদে এই অভিনেত্রী আবারও ছোটপর্দায় ফিরতে চলেছেন। শোনা যাচ্ছে, লীনা গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনার একটি টিভি সিরিয়ালে পার্নো অভিনয় করবেন। যদিও সিরিয়ালের নাম এখনও ঠিক হয়নি। নতুন এই সিরিয়ালে পার্নোকে একজন সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন ঋষি কৌশিক।