বিনোদন

আদিবাসী চরিত্রে পার্নো

২০০৯ সালের ৫ জানুয়ারি থেকে ২০১২ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত স্টার জলসায় ‘বউ কথা কউ’ সিরিয়াল প্রচারিত হয়েছিল। তাতে অভিনয় করেছিলেন পার্নো মিত্র। চরিত্রটির নাম ছিল ‘নীরা’। এরপর ছোট পর্দায় তাঁকে আর দেখা যায়নি। এবার ফেসবুক লাইভে এসে বললেন, ‘অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তবে এত দিন টেলিভিশনকে খুব মিস করেছি। তাই এই ফিরে আসা।’

ছোট পর্দায় আবার অভিনয় করছেন এই তারকা। ফেসবুক লাইভে বললেন, ‘আমি আপনাদের পরিবারের অংশ হতে চলেছি খুব শিগগিরই। অনেক বছর পর আবার স্টার জলসার সঙ্গে যুক্ত হয়েছি। আমি খুব উত্তেজিত।’ এক সাক্ষাৎকারে সম্প্রতি পার্নো মিত্র জানান, শিগগিরই তিনি ফিরছেন ছোট পর্দায়। এবার জানালেন, তাঁর এই নতুন সিরিয়ালের নাম ‘কোড়া পাখি’। আগামী ১৩ জানুয়ারি রাত সাড়ে ৯টায় সিরিয়ালটির প্রচার শুরু হবে। এই সিরিয়ালের প্রযোজক ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায়। পরিচালনা করছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সিরিয়ালটির টিজার এসেছে। তা থেকে জানা গেছে, একজন আদিবাসী মেয়ের গল্প ‘কোড়া পাখি’। নাম আমন। সাংবাদিক হওয়ার স্বপ্ন তার। স্বপ্নকে সফল করতে বদ্ধপরিকর। কে কী বলছে, সেদিকে কোনো খেয়াল নেই। এই ‘আমন’ চরিত্রে অভিনয় করছেন পার্নো মিত্র।

পার্নো মিত্র আর ঋষি কৌশিক ‘কোড়া পাখি’সিরিয়ালে একসঙ্গে অভিনয় করেছেন। ফেসবুক লাইভে পার্নো মিত্র বললেন, ‘এবারই প্রথম আমরা একসঙ্গে অভিনয় করছি। অনেক দিন আগে আমরা একসঙ্গে একবার ফটোশুট করেছিলাম।’ সিরিয়ালে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিতাস ভৌমিক।  ‘আমন’ চরিত্র নিয়ে পার্নো মিত্র বললেন, ‘চরিত্রটা খুবই ভালো। খুব চ্যালেঞ্জিং। আমন খুব স্ট্রং গার্ল। সে জীবনে অনেক কিছু করতে চায়। কোথাও গিয়ে দর্শকও চরিত্রটার সঙ্গে নিজেকে মেলাতে পারবেন।’