বিনোদন

আদিত্যর সঙ্গে রানীর মতোবিরোধ

আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর কখনও মর্দানি আবার আবার কখনও হিচকি- একেবারে অন্য ধারার গল্প পছন্দ করে স্ক্রিনে আসেন রানী মুখার্জি। মা হওয়ার পর অভিনয় অব্যাহত রেখেছেন, কিন্তু মেয়ে ও সংসার সামলে তবেই রানী শ্যুটিং ফ্লোরে আসছেন। তবে মেয়েকে বড় করতে স্বামী আদিত্য চোপড়ার সঙ্গে রানীর বোঝাপড়া কেমন?

সম্প্রতি নেহা ধুপিয়ার টক শো, নো ফিল্টার নেহায় রানী হাজির হন। সেখানে রানী জানান, আদিরাকে বড় করার বিষয়েই এখন আদিত্য চোপড়ার সঙ্গে তার মত বিরোধ হয়। যখন কোনও বাবা-মা তাদের সন্তানকে বড় করেন তখন তাঁদের মধ্যে মতের অমিল হওয়া খুব স্বাভাবিক বলেও মনে করেন এই অভিনেত্রী। এসবের পাশাপাশি রানী আরও জানান, আদিরা যেন বাস্তব পৃথিবীর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারে, সে বিষয়ে সব সময় রানী নজর রাখছেন। এমনকী, পুরুষের সঙ্গে তাঁর যে কোনও পার্থক্য নেই, মেয়েকে তা বোঝাতে শুরু করেন তিনি।

প্রসঙ্গত, আদিরাকে ক্যামেরার সামনে আনতে চান না রানী মুখার্জি এবং আদিত্য চোপড়া। আদিরা যাতে আর পাঁচজন সাধারণ শিশুর মতো বড় হয় সে বিষয়ে সব সময় তাঁরা নজর রাখেন বলেও জানান রানী।