মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এল। সেই রিপোর্ট হাতে পেয়ে এই কথা জানান ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি। গত সপ্তাহে ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারোর সঙ্গে দেখা করেন ট্রাম্প। বলসোনারো করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। এরপরই ট্রাম্পের শারীরিক পরীক্ষার কথা নিয়ে আলোচনা শুরু করে মার্কিন সংবাদমাধ্যমগুলি।
জানা গেল, তাঁর শরীরে কোভিড–১৯ ভাইরাস নেই। মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক শন কনলি একটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘এক সপ্তাহ আগে মার–এ–লাগো রিসর্টে ব্রাজিলীয় প্রতিনিধি দলের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট। তবে শরীরে নোভেল করোনার কোনও উপসর্গ ধরা পড়েনি। ডাক্তারি পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।’
কিন্তু প্রথমে পরীক্ষায় রাজি না হলেও পরে রাজি হয়ে যান ট্রাম্প। টাস্ক ফোর্সের সদস্যদের নিয়ে ট্রাম্প ১৫ মার্চকে আমেরিকার জাতীয় প্রার্থনা দিবস ঘোষণা করে বলেছেন, কোভিড–১৯ সংক্রমণের ভয়ে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানে কেউ জমায়েত হতে পারছেন না। তবে প্রত্যেকেই নিজেদের বাড়িতে যাতে প্রার্থনা করতে পারেন তাই এই বিশেষ দিন নির্দিষ্ট করা হয়েছে।