মানসিক স্বাস্থ্য সচেতনতায় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিশেষভাবে কাজ করেন। এজন্য তিনি গড়ে তুলেছেন একটি প্রতিষ্ঠান ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’। তার এই প্রতিষ্ঠানটির কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ ব্রেকিং দ্য চেইনস অব স্টিগমা অ্যাওয়ার্ড দিয়েছে বেলজিয়ামভিত্তিক একটি সংস্থা। বেলজিয়ামের ড. গুইস্লেইন মিউজিয়ামের উদ্যোগে প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড। মানসিক অসুস্থতা বিষয়ে ভ্রান্ত ধারণা দূর করে সচেতনতা বৃদ্ধির কাজ করেন যে ব্যক্তি বা প্রকল্প, তাদেরকে অনুপ্রাণিত করতেই প্রদান করা হয় এই সম্মাননা। সেইসঙ্গে তাদের কাজ আরও বিস্তৃত করতে প্রদান করা হয় ৫০ হাজার ডলার। দীপিকার টিএলএলএলএফ ভারতে মানসিক অসুস্থতা বিষয়ে ইতিবাচক আলোচনার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে। বিশ্বের শীর্ষস্থানীয় অনেক মানসিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে টপকে এই সম্মাননা অর্জন করেছে দীপিকার ফাউন্ডেশন।
দীপিকার বোন অনিশা পাড়ুকোন ও টিএলএলএলএফ’র চেয়ারপার্সন আন্না চ্যান্ডি গ্রহণ করেন এই অ্যাওয়ার্ড। একসময় প্রচণ্ড হতাশা ও বিষণ্নতায় ভুগতেন দীপিকা নিজেই। এমনকি তিনি বেঁচে থাকার ইচ্ছেও হারিয়ে ফেলেছিলেন। এরকম পরিস্থিতিতে পাশে এসে দাঁড়ান তার মা। মায়ের সহায়তায় ডায়াগনোসিস মেডিকেশনের মধ্য দিয়ে তিনি মানসিকভাবে সুস্থ-সুন্দর হয়ে ওঠেন। এটাই ছিল দীপিকার প্রেরণা। তার ভাষায়, আমরা যেমন শারীরিক সমস্যাগুলো নিয়ে কথা বলি, একইভাবে মানসিক সমস্যাগুলো নিয়েও মানুষ কথা বলুক। এটাই আমার ইচ্ছে।