লিড নিউজ

অযোধ্যা মামলা নিষ্পত্তিতে সময়সীমা সুপ্রিম কোর্টের

অযোধ্যা মামলার শুনানি নিয়ে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। বুধবার সর্বোচ্চ আদালত মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য জানিয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এদিন জানিয়ে দেয়, আগামী ১৮ অক্টোবরের মধ্যে নিস্পত্তি করার চেষ্টা করতে হবে এই মামলার।
সুপ্রিম কোর্ট আরও জানায়, মামলাকারীরা নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা চালিয়ে রফাসূত্র বের করতে পারে। এতে আদালতের আপত্তি নেই। আগে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীনে আবেদনকারীদের হাতেই রফাসূত্র বের করার দায়িত্ব দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু কোনও পক্ষই সহমত না হওয়ায় শুনানি শুরু হয় সুপ্রিম কোর্টে।
প্রধান বিচারপতি সব পক্ষের আইনজীবীকেই বলেন, ‘চলুন ১৮ অক্টোবরের মধ্যে শুনানি শেষ করার জন্য যৌথ ভাবে উদ্যোগী হই।’ প্রধান বিচারপতি আরও জানান, মধ্যস্থতা প্যানেলের ওপর ভরসা করে সব পক্ষ বিষয়টি সমাধানের চেষ্টা করতে পারে এবং তা আদালতকে জানাতে পারে। শুনানি চলাকালীনও মধ্যস্থতার প্রক্রিয়া চলতে পারে।
চলতি বছরের ১৭ নভেম্বর তিনি অবসর নেবেন। তবে কয়েক দশক ধরে চলা অযোধ্যা মামলার নিষ্পত্তি কতটা সুষ্ঠ হবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। তাই ১৮ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দেন প্রধান বিচারপতি। গত ২৫ দিন ধরে ওই মামলার দৈনিক শুনানি চলছে।