দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মেগাস্টার। চলচ্চিত্র দুনিয়ায় তাঁর অবদানের জন্য কিংবদন্তি অভিনেতাকে ভারত সরকারের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। রবিবার রাষ্ট্রপতি ভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রবিবার অমিতাভের জন্যই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল ভারত সরকার। রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দ বিগ বি’র হাতে তুলে দিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার। দর্শকাসনে ছিলেন স্ত্রী জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন।
চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার গ্রহণের পর বিগ বি বলেন, ‘যখন এই পুরস্কারের জন্য আমার নাম ঘোষণা হল তখন আমার মনে একটা সন্দেহ তৈরি হল, আমি কী যথেষ্ঠ কাজ করে ফেলেছি? এবার ঘরে বসে আরাম করার সময় এসেছে। তবে আমার এখনও কিছু অল্প কাজ বাকি রয়েছে, যেটা আমায় শেষ করতে হবে।’
উল্লেখ্য, ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের প্রতি সম্মান জানিয়ে প্রতি বছর ফিল্মজগতের বিশিষ্টদের এই সম্মানে ভূষিত করা হয়। ১৯৬৯ থেকে এই পুরস্কার চালু হয়েছে। সত্যজিৎ রায়, রাজ কাপুর, গুলজার, বিনোদ খান্নার মতো কিংবদন্তিদের ওই সম্মান প্রদান করা হয়েছে। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন বলিউডের অ্যাংরি ইয়াংম্যান।