বাংলাদেশ

‘অমর একুশে গ্রন্থমেলা–‌২০২০’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে যাত্রা শুরু করল ঢাকার ‘অমর একুশে গ্রন্থমেলা–‌২০২০’। একই সঙ্গে উন্মোচিত হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় বই ‘আমার দেখা নয়া চীন’ বইয়ের মলাট।
এই বছর ঢাকার দুই সিটি কর্পোরেশনে নির্বাচনের কারণে সেই ধারাবাহিকতা ভঙ্গ হয়েছে। একদিন পর রবিবার বিকেলে বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বাংলা অ্যাকাডেমি সাহিত্য পুরস্কার–‌২০১৯’ প্রাপকদের হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে মূল থিম ধরেই সাজানো হয়েছে মেলা। মুজিবুর রহমানের বইটির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারে খাতা সেন্সর করে দেওয়া হত। সেই সেন্সরের সিল থেকে আমরা জানতে পারি, এটি ১৯৫৪ সালে লেখা। মলাটটি অনেকটা চীনা অক্ষরের আদলে। মনোগ্রামটি পিকাসোর তৈরি করা।’ ৫২ সালে বঙ্গবন্ধু চীনে শান্তি সম্মেলনে গিয়েছিলেন। পূর্ববঙ্গ থেকে প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি আমন্ত্রিত ছিলেন। সেখানে যাওয়ার পথটি, কীভাবে গিয়েছেন তার বর্ণনা আছে।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে রচিত ১০০টি গবেষণাধর্মী বই প্রকাশের উদ্যোগ নিয়েছে মেলার আয়োজক বাংলা অ্যাকাডেমি। সোহরাওয়ার্দি উদ্যানে সাড়ে সাত লাখ বর্গফুট জায়গা জুড়ে অনুষ্ঠিত মেলায় প্যাভিলিয়ন বাদে থাকছে সাত শতাধিক ইউনিট।