এবার রাজধানী ঢাকার বুকে ঘটল গণধর্ষণের ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বান্ধবীর বাড়ি যাওয়ার পথে গণধর্ষিতা হলেন এক ছাত্রী। তাঁকে অপহরণ করে গণধর্ষণ করে অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, নির্যাতিতা ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক পড়ুয়া। শহরের কুর্মিটোলায় বান্ধবীর বাড়িতে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বাসে ওঠেন তিনি। বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় কয়েকজন তাঁর মুখ চেপে ধরে। যার জেরে তিনি অজ্ঞান হয়ে যান। এরপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, রাত ১০টা নাগাদ জ্ঞান ফেরার পর আক্রান্ত ছাত্রী অটোরিকশা নিয়ে বান্ধবীর বাড়িতে যান। বান্ধবীকে সব ঘটনা জানানোর পরে সহপাঠীরা তাঁকে ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুলিশে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
