বিনোদন

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে যা বললেন মধুমিতা

ছোট পর্দা পেরিয়ে এবার বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী মধুমিতা সরকারের। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা এ ছবির নাম ‘লাভ আজ কাল পরশু’। এ ছবির গান-ট্রেলারে মধুমিতাকে বেশ খোলামেলা দৃশ্যে দেখা গেছে।

ক্যারিয়ারে প্রথম ছবিতেই প্রেম যৌনতার মতো দৃশ্যে অভিনয়। এসব নিয়ে অকপটেই কথা বলেছেন মধুমিতা। তিনি মনে করেন, ২০২০ সালে দাঁড়িয়ে প্রেমের ছবিতে কোনো যৌনতা থাকবে না এটা আশা করাটাই ভুল।

মধুমিতা বলেন, আপনি ভাবুন, প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে যদি বন্ধু হয়, তারা একান্তে কোনো জায়গায় তিন-চার ঘণ্টা সময় কাটাতে পারে, তা হলে তারা কিস করবে না? আমরা বাঙালিরা সব করবো। ইংরেজি ছবিতে অবাধ যৌন দৃশ্য দেখবো। বিদেশিদের অজস্র বার চুমু খেতে দেখবো। এখন এখানেও পার্কে আমরা তরুণ-তরুণীকে চুমু খেতে দেখি। কিন্তু সেটা বাংলা ছবিতে দেখতে পেলেই একেবারে রে রে করে উঠবো!

তিনি প্রশ্ন রেখে বলেন, এ রকম আর কতো দিন চলবে বলুন তো? আসলে প্রপার সেক্স এডুকেশনের অভাব। আমি অস্ট্রেলিয়াতে তো যা খুশি পরে ঘুরে বেড়াতে পারি। কিন্তু যেই এখানে আসি আমাকে দেখতে ভালো লাগলেও সব রকমের পোশাক পরতে পারি না।

অভিনেত্রী বলেন, পড়তে পড়তেই এ ছবির চিত্রনাট্যের লোভে পড়ে যাই। প্রথমে ভেবেছিলাম কিসের দৃশ্যটা কেমন হবে? কিন্তু দেখলাম, শুট করতে করতে জাস্ট হয়ে গেল। অন্য আর একটা দৃশ্যের মতোই।

মধুমিতা বলেন, ধারাবাহিক ছাড়া তো আমি আর কিছু করিনি। আজও লোকে আমায় ‘বোঝে না সে বোঝে না’-র ‘পাখি’ বলে জানে। সেই ‘কেয়ার করি না’ থেকেই লোকে আমায় ভালোবাসে। ‘কুসুমদোলা’-র ইমনকে নিয়ে লোকে আজও পাগল। আশা করবো ছবিটা দর্শক আপন করে নেবেন।

আসছে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি মুক্তি পাবে। প্রতীম ডি দাশগুপ্ত ছবিটি পরিচালনা করেছেন। ছবিতে মধুমিতার বিপরীতে আছেন অর্জুন চক্রবর্তী।