আজিজুল মণ্ডল, তানজেল শেখ, সাহেব ও তার নাবালক ছেলে। চারজনই বাংলাদেশী অনুপ্রবেশকারী। অথচ তিনজনের কাছে আধার ও ভোটার কার্ড রয়েছে। পুলিশ মানতে নারাজ। আসলে থানায় দাঁড়িয়ে ঠিক করে জাতীয় সঙ্গীত গাইতে পারেনি চারজন। তাই তাঁরা অনুপ্রবেশকারী! মুনেকোলালার শ্রমিক বস্তি থেকে এক নাবালক–সহ চার জনকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি পুলিশের। এই চারজন হল আজিজুল মণ্ডল, তানজেল শেখ, সাহেব ও তার নাবালক ছেলে। এরা নদিয়া জেলার বাসিন্দা বলে তাদের কাগজপত্রে প্রমাণ রয়েছে। কিন্তু পুলিশ তা মানতে নারাজ। থানায় দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইতে পারেনি বলেই এরা বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাবি পুলিশের।
ওই চারজনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন কয়েকজন আইনজীবী। আর তার পরই পুলিশ নতুন যুক্তি দিয়েছে। ওই চারজনের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে বলে দাবি করেছে পুলিশ। কিন্তু বস্তির লোকজন জানিয়েছে, পুলিশ ওই চারজনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। অলটারনেটিভ ল ফোরামের কয়েকজন আইনজীবী ওই শ্রমিকদের পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দিয়েছেন। পুলিশ এরপর থেকেই ওই চারজনের বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ প্রমাণের চেষ্টা করছে।
