অজয়-কাজল বলিউডের অন্যতম জনপ্রিয় সুখী দম্পতি। বিয়ের পর তাদের সংসারে বয়স ২১ বছর। এ দম্পতির ঘর আলো করে এসেছে এক মেয়ে, এক ছেলে সন্তান। কিন্তু একসময় কাজল নাকি অজয়ের ঘর ছেড়ে চলে যেতে চেয়েছিলেন!
১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি মারাঠী রীতিতে তারা সাত পাকে বাঁধা পড়েছিলেন। অজয়-কাজলের বিবাহবার্ষিকীতে অজয়ের এক সময়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন ভাইরাল হয়। ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের শুটিংয়ের সময় নাকি কঙ্গনা রানাউতের সঙ্গে অজয়ের সখ্যতা তৈরি হয়েছিল। শুটিং ফ্লোরেও এই সম্পর্কের রসায়ন নিয়ে জোর শোরগোল শুরু হয়ে যায়।
শোনা যায়, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাইয়ের পর তেজ এবং রাস্কল সিনেমাতেও নাকি কঙ্গনাকে নেয়ার জন্য অজয় পরিচালকদের জোর করতে শুরু করেন। ওই সময় কঙ্গনার সঙ্গে তার সম্পর্কের কথা জানাজানি হলে কাজল চটে যান। কঙ্গনার সঙ্গে সম্পর্ক রাখলে দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন বলেও হুমকি দেন। এরপরই নাকি কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক শেষ করে কাজলের কাছে ফিরে আসেন অজয়। ওই সময় কঙ্গনার সঙ্গে নাকি বিতর্ক, বিবাদেও জড়িয়ে পড়েছিলেন কাজল।