বিনোদন

অচেনা অক্ষয়

অক্ষয় কুমারের অভিনীত ছবি মুক্তি মানেই বক্স অফিস বাজিমাত। একদিকে যেমন ‘মিশন মঙ্গল’ এবং ‘প্যাডম্যানের’ মতো ছবি করছেন, তেমনই হাউসফুলেও তিনি সমান স্বচ্ছন্দ। এই মুহূর্তে অক্ষয় তার পরবর্তী ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবির নাম ‘লক্ষ্মী বম্ব’। এটি তামিল ছবি ‘কাঞ্চনা’র হিন্দি রিমেক। ছবির পরিচালক রাঘব লরেন্স। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন অক্ষয় কুমার ও সাবিনা খান।

বৃহস্পতিবার অক্ষয় নিজেই সেই ছবির ফার্স্ট লুক সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। অক্ষয় ছাড়াও এই ছবিতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। অক্ষয়কে সুতির গোলাপি শাড়ি পরে দেখা যাচ্ছে দেবীর সামনে দাঁড়িয়ে থাকতে। ‘লক্ষ্মী বম্ব’ ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।