বিনোদন

৩০ হাজার কর্মীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা দেশ। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত রয়েছে। দ্বিতীয় দফায় মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বলিউডের অনেক তারকা। এবার সহায়তার হাত প্রশস্ত করল প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

ফিল্ম ইন্ডাস্ট্রির তালিকাভুক্ত ৩০ হাজার কর্মীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস এবং এ জন্য তারা ৬০ হাজার করোনার ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে। এর সমস্ত ব্যয় বহন করবে যশরাজ ফিল্মস।

ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের (এফডব্লিউআইসিই) চিঠি অনুযায়ী, বিনামূল্যে ৩০ হাজার সদস্যকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের কাছে যশরাজ ফিল্মস অনুরোধ করেছে, ৬০ হাজার ভ্যাকসিন কেনার অনুমতি যেন পায় তারা।