Corona massive attack to whole world. Fifty nine thousand died of Corona infection worldwide by Saturday noon.
করোনা সংক্রমনের রিপোর্ট লিড নিউজ

corona: রাজ্যে দৈনিক মৃত্যু কমলেও,বেড়েছে সংক্রমণ

কলকাতা: রাজ্যে সামান্য কমল করোনায় (corona)দৈনিক মৃতের সংখ্যা।তবে গতদিনের তুলনায় বাড়ল সংক্রমণ (corona infection)৷

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তর (corona infection)সংখ্যা ৮৯১ জন।গতকাল ছিল ৮৩১ জন৷তারফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫ লক্ষ ১৫ হাজার ৫৯৯ জন৷

একদিনে মৃত্যু হয়েছে ১২ জনের।গতকাল এই সংখ্যাটা ছিল ১৪ জনে।রাজ্যে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৯৭০ জন৷

অন্যদিকে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ৮৩ হাজার ৯৯২ জন। তারফলে রাজ্যে কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা৷ এই মূহুর্তে সংখ্যাটা কমে ১৩ হাজার ৬৩৭ জন।একদিনে কমেছে ২১০ জন৷ সুস্থতার হার ৯৭.৯১ শতাংশ।

রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৫ হাজার ২৫৩টি। যার মধ্যে করোনা পজিটিভ ৮৯১ জন। যার জেরে পজিটিভিটি রেট কিছুটা বেড়ে হয়েছে ১.৬১ শতাংশ। এই মুহূর্তে রাজ্যের ফ্যাটালিটি রেট ১.১৯ শতাংশ।

এদিকে রাজ্যে( west bengal) এখনও সংক্রমণ সবথেকে বেশি উত্তর ২৪ পরগণাতে।তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগণায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৯২ জন।