জেলা ব্রেকিং নিউজ

বারাকপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু ছাত্রীর

কানে হেডফোন গুঁজে রেললাইন পেরচ্ছিলেন তরুণী। দুরন্ত গতিতে আসছিল ট্রেন। হেডফোন থাকায় ট্রেনের বাঁশির শব্দ শুনতে পাননি তিনি। ফলে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন তরুণী। বারাকপুরের রেল স্টেশনের এই ঘটনায় বিশৃঙ্খল পরিস্থিতি। বেশ কিছুক্ষণ ব্যাহত হয় শিয়ালদহ আপ ও ডাউন লাইনের ট্রেন চলাচল।

রেল পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত তরুণীর নাম শ্বেতশ্রী বিশ্বাস। তাঁর বয়স কুড়ি বছর। তালপুকুর এলাকার বাসিন্দা। স্থানীয় কলেজের ছাত্রী। মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে নিজের কাজে যাচ্ছিলেন। তখন একটি আপ ট্রেন অর্থাৎ শিয়ালদহের দিক থেকে বারাকপুর আসছিল তীব্র গতিতে। কানে হেডফোন নিয়েই রেললাইন পেরচ্ছিলেন শ্বেতশ্রী।

পথচলতি মানুষজন তাঁকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা প্রাথমিকভাবে পরীক্ষা করেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুজোর আগে মেয়ের এই মর্মান্তিক পরিণতিতে স্বভাবতই ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

তবে শ্বেতশ্রীর মতো পরিণতি নতুন নয়। বারবার পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা প্রচার সত্ত্বেও বিশেষ সতর্ক হননি মানুষজন, তার প্রমাণ মিলেছে আগেও। রেলট্র্যাকে উঠে সেলফি তোলা কিংবা হেডফোন কানে গুঁজে রেললাইন পারাপার অথবা ফোনে কথা বলতে বলতে রাস্তা পেরনো – নানা সময়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই।