ফের তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি।বিনা প্রতিদ্বন্দ্বিতায় মমতাকেই দলের চেয়ারপার্সন ঘোষণা করলেন রিটার্নিং অফিসার পার্থ চট্টোপাধ্যায়।মঞ্চ থেকে মমতা বারবার দলকে সংঘবদ্ধ করার বার্তা দিলেন। এদিন তিনি নির্বাচিত হয়েই দলকে কড়া বার্তা দিয়ে বলেন, ‘কথা দিন কেউ কারও সঙ্গে দ্বন্দ্ব করবেন না,দলে একটাই গ্রুপ,দলই শেষ কথা।’
নির্বাচিত হওয়ার পরেই মঞ্চ থেকে সকলকে ধন্যবাদ দিলেন মমতা। ব্যাখ্যা দিলেন, কেন তৃণমূলকে সর্বভারতীয় তৃণমূল ঘোষণা করা হল। তাঁর কথায়, “তৃণমূল তৈরি হয়েছিল ৯৮ সালের ১ জানুয়ারি। অনেক বাধা অতিক্রম করে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রথমে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস হয়েছিল। পরে অনেক জায়গায় ইউনিট খোলা হয়েছিল। তাই অল ইন্ডিয়া করে দিলাম।” তার পরেই মমতার বার্তা, ‘ঘরকে মজবুত করো। বিজেপিকে কেন্দ্র থেকে হটাতে হলে নিজেদের ঘর সামলান। দু’বছরে নিজেদের এত শক্তিশালী করুন যে লোকসভা নির্বাচনে ৪২টি আসনই যেন দল পায়।’
বুধবার নেতাজি ইন্ডোরে সাংগঠনিক নির্বাচনের আয়োজন করে তৃণমূল।দুপুর ১২ টা থেকে শুরু হয় নির্বাচন প্রক্রিয়া। তৃণমূলের নির্বাচন প্রক্রিয়ার সাক্ষী থাকার জন্য বিরোধী দলগুলিকেও আমন্ত্রণ জানানো হলেও তালিকায় নাম ছিল না বিজেপির। জেলা নেতৃত্ব ছাড়াও ভিন রাজ্য থেকে এই নির্বাচনে যোগ দিতে এসেছেন নেতারা। যশবন্ত সিনহা, লোকেশ ত্রিপাঠী, রাজেশ ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, অশোক তানওয়ারের মতো নেতারাও এদিন যোগ দেন বৈঠকে। ছিলেন ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রের মতো নেতারাও।