বাবা হলেন ক্রিকেটার যুবরাজ সিংহ। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে সুখবরটি শেয়ার করেন যুবরাজ সিংহ এবং হেজেল কিচ। জানা গেছে, ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী হেজেল কিচ।
সুখবরটি শেয়ার করে যুবরাজ সিংহ এবং হেজেল কিচ লেখেন, ‘আমাদের সমস্ত অনুরাগী, বন্ধু এবং পরিবারের সদস্যদের ও আত্মীয় সজনদের জানাচ্ছি যে, আমাদের একটি ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। এই অসাধারণ অনুভূতির সময় ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের ছোট্ট সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানানোর জন্য বাবা-মা হিসেবে একটু গোপনীয়তা আশা করছি। হেজেল এবং যুবরাজের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা।’
এদেশের ক্রিকেট ইতিহাসে যুবরাজ সিংহের নাম মনে রাখতেই হবে। ১৯৮৩ এর পর ভারতের বিশ্বকাপ জয়ের ক্ষেত্রেই যুবরাজের অবদান অনস্বীকার্য। অপরদিকে বলিউড অভিনেত্রী হেজেল কিচকে দেখা গিয়েছে সলমন খানের ‘বডিগার্ড’ এবং আরও বেশ কিছু হিট ছবিতে। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর একটি সিজনে প্রতিযোগীও ছিলেন তিনি।
২০১৫ তে বাগদান পর্ব মিটিয়ে ২০১৬ সালে গাঁটছড়া বাঁধেন যুবরাজ সিং এবং হেজেল কিচ। তাদের পরিবারে নতুন সদস্য আসার খবর শেয়ার করতেই তাদের অনুরাগীরা শুভেচ্ছা অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন তারকা দম্পতিকে।