রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি থেকে আমেরিকা পৌঁছেছেন তিনি। এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কাবু এখন তালিবানদের দখলে। সুতরাং কোন পথে বিশ্ব এগোবে এবং বাংলাদেশের দৃষ্টিভঙ্গি কি তা নিয়ে আলোচনা হবে।
আগামী ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের দপ্তরে সাধারণ সভার ৭৬তম অধিবেশনে বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ১৯৭৪ সালে রাষ্ট্রপুঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ভাষণ অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরগুলির মতো এবারও বাংলায় তাঁর ভাষণ দেবেন। সূত্রের খবর, সন্ত্রাসবাদ, জলবায়ু পরিবর্তন-সহ একাধিক বিষয়ে বক্তব্য রাখবেন হাসিনা।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকারের প্রধানদের একটি ছোট দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী হাসিনা। তারপর প্রধানমন্ত্রীর ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে। সেখান থেকে ৩০ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশে রওনা হবেন হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট স্থানীয় সময় গতকাল বিকেল ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান আমেরিকায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম।