রেশন নিয়ে অশান্তি অব্যাহত। শুক্রবার রেশন না পেয়ে নিমতায় রেশন দোকানে তালা ঝুলিয়ে দিল গ্রাহকরা। সকালে নিমতার ফতুল্লাপুরের মধ্যপাড়ার ঘটনা। গ্রাহকদের অভিযোগ, রেশন দোকানের মালিক শেখ সাহাবুদ্দিন সঠিক পরিমানে রেশন সামগ্রী দিচ্ছে না বহুদিন ধরেই। এবার রেশন দুর্নীতি পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গে রেশন তোলবার নিয়ম নিয়ে বড় নির্দেশিকা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
চার সপ্তাহের পরিবর্তে ৩ সপ্তাহের সামগ্রী দিচ্ছে। অঞ্চলের বেশিরভাগ মানুষ সংখ্যালঘু হওয়া রমজান মাসে সঠিক ভাবে খাদ্য সামগ্রী না পাওয়া সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাতেই ক্ষোভ–বিক্ষোভ দানা বেঁধেছে। ডিজিটাল রেশন কার্ড নিয়ে বার্তা দিয়ে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, যে উপভোক্তাদের কাছে ডিজিটাল রেশন কার্ড নেই এবার থেকে তাঁরাও রেশন তুলতে পারবেন।
কিন্তু এলাকাবাসীর অভিযোগ, রেশন দোকানদারের পক্ষ থেকে অন্য রেশন দোকানে যাওয়ার কথা বলছে। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর বিকেলে জানানো হচ্ছে মাল দেওয়া হবে না। তা নিয়েই উত্তেজনা ছড়ায়। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিমতা থানার পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। এরপর দোকানের তালা খোলা হলেও বিক্ষোভ দেখাতে থাকে গ্রাহকরা। বহু চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
যাঁরা ডিজিটাল রেশন কার্ডের আবেদনও করেননি তাঁদেরও রেশন দেবে বলে স্থির করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। করোনা সংকটে মমতা সরকারের এই সিদ্ধান্ত। অনেকে আছেন যাঁরা রেশন তোলেননি অনেকদিন। এবার সেই উপভোক্তারা যাতে রেশন পান তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জানিয়েছে, রাজ্য সরকারের কাছে এই উপভোক্তাদের আবেদন করতে হবে। আবেদনের প্রেক্ষিতে কুপন আসবে। তা দিয়ে কুপনে রেশন তোলা যাবে।