বাংলাদেশ

বাংলাদেশে ‘অন–অ্যারাইভাল’ ভিসা স্থগিত

কোপ বাড়াচ্ছে কোভিড–১৯। সুরক্ষিত থাকতে অন্যান্য দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা স্থগিত রাখার নির্দেশ দিল শেখ হাসিনা সরকার। তবে বিদেশি বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা এই নিয়মের আওতায় পড়বেন না। তাঁদের জন্য ছাড় দেওয়া হয়েছে। ফলে স্বস্তিতে এই শ্রেণির মানুষজন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই করতে হবে।

অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের নির্দেশ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষাসেবা বিভাগ থেকে অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, করোনাভাইরাসের জেরে সুরক্ষাসেবা বিভাগ থেকে শুধু বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছাড়া সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া স্থগিত রাখতে হবে।

এখানে আরও বলা হয়, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে অনেক ব্যক্তি আগমনী ভিসা নেওয়ার জন্য আবেদন করেন। এখনকার নীতি অনুযায়ী, আগমনী ভিসা বা অন–অ্যারাইভাল ভিসা প্রদান স্থগিত থাকায় তাঁরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। যার জেরে অনেককেই বিমানবন্দর থেকে ফিরে যেতে হচ্ছে। দেশের স্বার্থে এই কঠোরতা দেখিয়েছে হাসিনা সরকার।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬,১৮৯ জনে। গত ১৪ দিন ধরে একটানা করোনায় শতাধিক মৃত্যু ঘটেছে। এদিকে, সুরক্ষার স্বার্থে ভারত-সহ মোট ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক নিষিদ্ধ করেছে বাংলাদেশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব দেশের সঙ্গে সংযোগকারী বিমান বন্ধই থাকবে বলে জানানো হয়েছে।