নির্দিষ্ট সময় মেনে শুরু লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ৷ আজ দেশের ১৩টি রাজ্যের মোট ৮৮টি আসনে ভোট গ্রহণ। শুক্রবার উত্তরবঙ্গের তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ ৷ এই তিনটি কেন্দ্র হল- দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট।
দার্জিলিঙের ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৮৪ হাজার ৩৩৫। মহিলা ভোটার ৮ লক্ষ ৮১ হাজার ৩৬৮। রয়েছে ১৯৯৯টি বুথ৷
রায়গঞ্জ কেন্দ্রে মোট ভোটার ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯ লক্ষ ২৪ হাজার ৮৩৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০। ১৭৩০টি বুথে চলছে ভোট গ্রহণ৷
বালুরঘাটে ভোট দেবেন মোট ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জন। তার মধ্যে ৭ লক্ষ ৯৮ হাজার ২১৭ জন পুরুষ এবং ৭ লক্ষ ৬৩ হাজার ৬৬৮ জন মহিলা।বুথের সংখ্যা ১৫৬৯টি৷