খেলাধুলা ব্রেকিং নিউজ

La-Liga : হ্যাটট্রিক লেভানদোভস্কির, পয়েন্ট টেবিলে ফের শীর্ষে বার্সা

গোটা ম্যাচজুড়ে ভুরি ভুরি আক্রমণ বার্সেলোনার। হ্যাট্রিক করলেন রবের্ত লেভানদোভস্কি। যদিও বাকি সময়ে আর কোন গোলের দেখা মেলেনি। আলাভেসকে অনায়াসে হারিয়ে লিগ টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে ফের তিন পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

বার্সেলোনার জার্সিতে পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কি এটি ছিল তৃতীয় হ্যাটট্রিক। আর ক্লাব ক্যারিয়ারে ২৭তম। চলতি মরসুমে লা-লিগার সর্বোচ্চ স্কোরার লেভানদোভস্কির। গোল সংখ্যা ৯ ম্যাচে ১০টি। অপরদিকে ৬টির বেশি গোল নেই আর কারও। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচে তার গোল এখন ১২টি।

এদিন গোটা ম্যাচে আক্রমণে আধিপত্য ধরে রাখলেও দ্বিতীয়ার্ধে কোন গোলের দেখা পায়নি বার্সেলোনা। সেজন্য বড় কৃতিত্ব অবশ্য আলাভেস গোলরক্ষকের। ম্যাচে মোট ৬টি সেভ করেন তিনি।

চোটের কারণে এখনও বার্সেলোনার বেশ কয়েকজন ফুটবলার আছেন মাঠের বাইরে। সেই খেলোয়াড়রা ফিরলে দল আরও শক্তিশালী হবে বলে মনে করেন লেভানদোভস্কি। তিনি বলেন, “প্রাক-মৌসুমে আমরা কঠোর পরিশ্রম করেছি। আশা করি, আগামী দুই সপ্তাহের মধ্যে চোটাক্রান্ত খেলোয়াড়রা সুস্থ হয়ে উঠবে এবং আমরা আরও শক্তিশালী হয়ে ফিরব।”