দেশ লিড নিউজ

লাদাখে সেনাবাহিনীর টহল শুরু হতে চলেছে

কিছুদিন আগে রাতের আকাশে যুদ্ধবিমান চক্কর কাটিয়ে চিনের কানে তালা লাগিয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এবার লাদাখের গলওয়ান নদীর উপত্যকায় সেনাবাহিনীর টহলদারি শুরু করতে চলেছে ভারত। সেনাবাহিনী সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। লাদাখে প্যাংগং লেকের ধারে আটটি সরু সরু অঞ্চল রয়েছে। এগুলি ফিংগার নামে পরিচিত। এই ফিংগার এলাকাতেই ভারতীয় সেনা টহলদারি শুরু করতে চলেছে বলে খবর।
গলওয়ানে ভারত–চিনের মধ্যে সংঘর্ষের পর থেকেই এই এলাকায় ভারতীয় সেনার টহলদারি বন্ধ ছিল। চিনের লালফৌজ পিছু হঠায় এখন আবার ভারত সেনা পেট্রলিং ওই এলাকায় চালু করতে পারে বলে সূত্রের খবর। এই ফিংগারের প্রতিটি পয়েন্ট ভারতীয় সেনা নিজেরা গিয়ে খতিয়ে দেখবে। এই আট ফিংগার ভারতের অন্তর্গত বলে বরাবরই দাবি করে এসেছে নয়াদিল্লি।
এই বিষয়ে চিনের দাবি, চার নম্বর ফিংগার পর্যন্ত ভারতের এলাকা এবং বাকি চারটি ফিংগার চিন সীমান্তের মধ্যে পড়ছে। চলতি বছরের মে মাসে আট নম্বর ফিংগারের দিকে টহল দিতে যাওয়ার পথে ভারতীয় বাহিনীর পথ আটকায় চিন। তখনও চিন–ভারতীয় সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। গলওয়ান থেকে চিনের সেনা প্রত্যাহার হওয়ায় চিন চার ও আট নম্বর ফিংগার থেকেও সরে যাবে। ইতিমধ্যেই গলওয়ান থেকে চিন দুই কিলোমিটার পিছিয়ে গিয়েছে। লাদাখে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারবাদের জমানা শেষ হয়ে গিয়েছে বলে সরাসরি চিনকে বার্তা দেন প্রধানমন্ত্রী।