জেলা ব্রেকিং নিউজ

৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, তৃণমূলের পর প্রার্থী তালিকা ঘোষণা গেরুয়া শিবিরের

রাজ্যে বেজে গিয়েছে বিধানসভা উপনির্বাচনের দামাম। আগামী ১০ জুলাই মানিকতলা-সহ রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এই চারটি কেন্দ্র হল, নদিয়ার রানাঘাট দক্ষিণ, কলকাতার মানিকতলা, উত্তর ২৪ পরগনার বাগদা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। এই চার কেন্দ্রের জন্য আগেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিল তৃণমূল। এবার উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।

গেরুয়া শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, মানিকতলা কেন্দ্রে প্রার্থী হবেন কল্যাণ চৌবে ভট্টাচার্য, বাগদার প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, রানাঘাট দক্ষিণে প্রার্থী মনোজ কুমার বিশ্বাস এবং রায়গঞ্জের প্রার্থী মানস কুমার ঘোষ।

আগেই উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী মুকুটমণি অধিকারী, মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে, বাগদা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী মধুপর্ণা ঠাকুর।

জানা গিয়েছে, ২১ জুন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ২৪ জুন স্ক্রুটিনি হবে। ১০ জুলাই ভোট হবে। ১৩ জুলাই ভোটের গণনা। ১৭ জুলাইয়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হবে বলে জানিয়েছে কমিশন।