মরসুম শেষেই খালি হতে চলেছে ইউরোপের আরেকটি বড় ক্লাবের কোচিং পদ। একদিন আগে লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ জানিয়েছিলেন মরশুমের শেষে তিনি ক্লাব ছাড়তে চলেছেন। অনেকটা তাঁর দেখানো পথেই এবার হাঁটলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্ডেজ। শনিবার তিনিও জানিয়ে দিলেন মরসুম শেষেই কাতালান ক্লাবের দায়িত্ব ছাড়বেন তিনি। ফুটবলার হিসেবে বার্সেলোনার হয়ে ক্লাবের হয়ে একাধিক ট্রফি জিতেছেন জাভি। তবে প্রিয় ক্লাবে কোচ হিসেবে প্রত্যাবর্তনটা মনে রাখার মতো হল না তাঁর। ব্যর্থতার দায় নিয়েই ক্লাব ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি।
এই সিদ্ধান্তের পিছনে মানসিক অবসাদকে দায়ী করেছেন বিদায়ী বার্সা কোচ। অনেক আগেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেছেন। জাভির মতে: “বার্সেলোনার কোচ হওয়াটা বেশ ভীতিকর। আপনি সবসময় চাইবেন আপনাকে সবাই সমীহ করবে। যখন তা ঘটবে না সেটা মেনে নেওয়া খুব অস্বস্তিকর। এটা আপনার মনের উপর চাপ তৈরী করে। আবেগ এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে আপনি মনে করেন আপনি চালিয়ে যেতে পারবেন না। আমার কাছের লোকজন এ বিষয়ে জানে।”