দেশ ব্রেকিং নিউজ

আস্থাভোটে জয়ী বিহারের মুখ্যমন্ত্রী

আস্থাভোটে জয়লাভ করল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকার। ১২৯ জন বিধায়ক প্রস্তাব সমর্থন করার পরে আস্থাভোটে জয়লাভ করেছে নীতীশ কুমার সরকার। আস্থাভোটে নীতীশের সরকারের জয়ের পরই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। বিরোধী জোট ‘আইএনডিআই’ ছেড়ে দু’সপ্তাহ আগেই এনডিএ শিবিরে শামিল হয়েছিলেন নীতীশ কুমার। সোমবার বিহার বিধানসভায় আস্থাভোটের সম্মুখীন হন তিনি। অনায়াসেই এই শক্তিপরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।

২৪৩ আসনের বিহার বিধানসভায় সরকার টিকিয়ে রাখার জন্য প্রয়োজন ১২২টি আসন। ১২৯ জন বিধায়ক প্রস্তাব সমর্থন করার পরে আস্থাভোটে জয়লাভ করেছে নীতীশ কুমার সরকার। সোমবার বিধানসভায় রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর ভাষণ দেওয়ার পরেই স্পিকার তথা আরজেডি বিধায়ক আওয়াধ বিহারি চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তবে ভোটাভুটির আগেই পদত্যাগ করেন স্পিকার। অনাস্থা প্রস্তাব আনার পরেই পদত্যাগ করেছিলেন বিধানসভার স্পিকার। তবে বিরোধীদের দাবিতে ভোটাভুটি হয়। তাতে দেখা যায় ১২৫টি ভোট পড়েছে প্রস্তাবের পক্ষে। আর ১১২টি পড়েছে প্রস্তাবের বিপক্ষে।