ব্রেকিং নিউজ রাজ্য

ফের বঙ্গে বৃষ্টির সম্ভাবনা

ফের বঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। বুধবার উত্তরবঙ্গে ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দার্জিলিং-এর উপরের অংশে আবারও শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এবং পূবালি হাওয়ার সংঘাতের ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে রাজ্যে। পাশাপাশি বুধবার থেকে আরও বাড়বে তাপমাত্রা।আকাশ আংশিক মেঘলা থাকবে।

আজ রাতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলেই বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। বুধবার থেকে পূবালি হওয়ার প্রভাব বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হওয়ার সংঘাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

বৃষ্টি থামতেই আবারও শীত পড়তে শুরু করেছিল রাজ্যে। গত দুদিনে বেশ অনেকটাই নেমেছে তাপমাত্রা। আগামী দুদিনও তাপমাত্রা কমতে পারে। তবে শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশ থাকবে, পাশাপাশি বইবে ঠান্ডা হাওয়া।

উত্তরবঙ্গে চলা শৈত্যপ্রবাহের জেরে আরও কয়েকদিন চলবে শীতের আমেজ।দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন তাপমাত্রা কমবে। বুধবার আংশিক মেঘলা আকাশ পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে শুক্রবারের পর থেকে আবার বাড়তে শুরু করবে তাপমাত্রা।

আজ শুকনোই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং এর সঙ্গে উপরের পাঁচ জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।