দেশ ব্রেকিং নিউজ

প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে বাংলা

প্রাথমিক শিক্ষায় দেশের মধ্যে এগিয়ে বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইজরী কাউন্সিলের তরফে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাকে।

সুখবরটি নিজেই টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘ পশ্চিমবঙ্গের জন্য দারুন খবর। Foundational Literacy & Numeracy Index অনুযায়ী দেশের সব রাজ্যের মধ্যে বাংলা প্রাথমিক শিক্ষায় শীর্ষ স্থান অধিকার করেছে। এর জন্য শিক্ষা বিভাগের সকল শিক্ষক অভিভাবক এবং সদস্যদের অভিনন্দন জানাই’।

এই কৃতিত্বের জন্য তিনি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষাদপ্তরের প্রত্যেক কর্মীকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর টুইট দেখে বোঝাই যাচ্ছে তিনি নিজেও ভীষণ আপ্লুত। করোনা আবহে শিক্ষাক্ষেত্রে এমন সাফল্যে উচ্ছ্বসিত রাজ্যবাসীও।

এর আগে রাজ্যের স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগ সাফল্যের জন্য জিতে নিয়েছিল জাতীয় স্তরের ‘স্কচ পুরস্কার’। স্কুলে হোক কিংবা করোনা আবহে অনলাইন শিক্ষা অথবা পাড়ায় ঘুরে ঘুরে ছোটদের অ, আ, ক, খ কিংবা সংখ্যা শেখানোয় অনেকটাই এগিয়ে এ রাজ্য। সম্প্রতি দেশের সব বড় শহর নিয়ে এই সমীক্ষায় দেখা গিয়েছে, সবাইকে পিছনে ফেলে সাফল্যের শীর্ষে পশ্চিমবঙ্গ।

সম্প্রতি, বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর আন্তর্জাতিক স্বীকৃতির পর বাংলার মুকুটে যোগ হল আরও এক পালক। এবার কেন্দ্র সরকারের তরফে জানানো হল পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষার মান দেশের মধ্যে শ্রেষ্ঠ। আর তারপরেই আনন্দ প্রকাশ করে ট‍্যুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।