খেলাধুলা

বিরাটদের ১৪ দিনের কোয়ারেন্টাইন!‌

ইতিমধ্যেই ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে বিরাটরা ডনের দেশে তিনটি টি–টোয়েন্টি, চারটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে বলে সূচিতে উল্লেখ আছে। পুরনো সূচি অনুযায়ী, অক্টোবর মাসে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল টিম ইন্ডিয়ার। কিন্তু তা স্থগিত হওয়ায় অক্টোবর মাসে আপাতত হচ্ছে না ভারত–অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে বিরাট কোহলিদের।
জানা গিয়েছে, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড অবশ্য টি–টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে আগ্রহী। সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং সরকারের নিয়ম অনুযায়ী অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ১৪ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে বিরাটদের। ফলে পুরো সফরের মেয়াদ কিছুটা হলেও কমতে পারে! আবার টেস্ট সিরিজ এবং ওয়ান ডে সিরিজের মাঝে টি–টোয়েন্টি সিরিজ করার চেষ্টা চালাচ্ছে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ রয়েছে ভারতের। সেক্ষেত্রে ২০–২৪ জানুয়ারির মধ্যে হবে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ। যদি করোনার প্রভাব না থাকে তাহলে ইংল্যান্ড সিরিজের আগে অন্তত ৮ থেকে ১০ দিন সময় পেয়ে যাবে ভারতীয় দল। কিন্তু তখনও করোনার প্রভাব থাকলে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেও বেশ কিছুদিনের জন্য হলেও কোয়ারেন্টাইন থাকতে হবে টিম ইন্ডিয়াকে।