বিনোদন

শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা মমতার

আজ ২ নভেম্বর শাহরুখ খান ৫৪ বছরে পা রাখলেন। প্রিয় তারকার জন্মদিনে সোশ্যাল মিডিয়া শুভেচ্ছা বার্তায় উপচে পড়ছে। সহকর্মী থেকে ভক্তকুল কেউই তাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। শুক্রবার রাত ১২টার কিছু আগে থেকেই শাহরুখের বাড়ির (মান্নত) সামনে যেন তিল ধারণের জায়গা নেই। রাত যতো বেড়েছে ততই বেড়েছে ভিড়। তার অনুরাগীরা মান্নত-এর সামনেই কেক কেটে প্রিয় তারকার জন্মদিন সেলিব্রেট করেছেন। তবে পশ্চিম বাংলার সঙ্গেও একটা বিশেষ সম্পর্ক রয়েছে শাহরুখের। রাজ্যের ‘ব্র্যান্ড অ্যাম্বাসডর’ তিনি। তাই জন্মদিনে শাহরুখকে শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তাকে চার্মিং ব্রাদার বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। টুইটারে একটি ছবি পোস্ট করে মমতা লিখেছেন, জন্মদিনের অনেক শুভেচ্ছা, শাহরুখ @iamsrk। সুস্থ থেকো, ভালো থেকো। জীবনে আরো অনেক উন্নতি করো। তোমাকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা গর্বিত। তোমার ছবি যেন ভবিষ্যতেও আমাদের মন জয় করে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৯ #KIFF2019 এ দেখা হবে। প্রসঙ্গত, আগামী ৮ নভেম্বর রয়েছে ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, রাখী গুলজারের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে শাহরুখ খানেরও।