ব্রেকিং নিউজ রাজ্য

বিতর্কের মাঝেই বড় পদক্ষেপ: রাজ্যের ৩ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ রাজ্যপালের

বিতর্কের আবহেই নয়া পদক্ষেপ! এবার সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন।

রাজ্য-রাজ্যপালের চূড়ান্ত সংঘাতের মাঝেই এই সিদ্ধান্ত নিলেন সিভি আনন্দ বোস। কিছুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছিল। রাজভবন সূত্রে খবর, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন অধ্যাপক কল্লোল মজুমদার। হুগলির তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হচ্ছেন আশুতোষ ঘোষ। অর্থাৎ, দু’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব সামলাবেন একজনই৷।

জানা গিয়েছে, খুব শীঘ্রই রাজ্যের ২১ টি বিশ্ববিদ্যালয়ে আচার্য নিয়োগ করতে চলেছেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, রাজ্যের যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ শূন্য রয়েছে, সেখানে ৬ জন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল। এরপর রাজ্য সরকার প্রস্তাবিত 8 জনকে গত এপ্রিলে আলোচনার জন্য ডাকা হয়েছিল। আগেই দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হয়েছিল। সোমবার ফের দু’জনকে তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হল। শুক্রবারের মধ্যেই সুপ্রিমকোর্টে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যপালকে।