গরমে শরীর খুব ক্লান্ত লাগে। এক কাপ কমলা পুদিনা চা আপনার শরীরের ক্লান্তি দূর করে এনে দেবে সতেজ অনুভূতি।
উপকরণ – (২ কাপ চায়ের জন্য) চা পাতা ১/২ চা চামচ, পুদিনাপাতা ১০-১৫ টি, কমলার খোসাকুচি ১/২ চা চামচ, কমলার রস ২ টেবিল চামচ, চিনি স্বাদমতো।
প্রণালী – ২ কাপ চায়ের জন্য জল ফুটতে দিন। এতে পুদিনাপাতা দিয়ে দিন। স্বাদমতো চিনি মেশান। কমলার খোসা ও চা পাতা দিয়ে ফোটান। দুই মিনিট পর এতে কমলার রস মিশিয়ে ছেঁকে নিয়ে পরিবেশন করুন।