ব্যারাকপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের রহস্যমৃত্যু! এবার সামনে এল নতুন তথ্য! মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে তাঁর লেখা সুইসাইড নোট। অনুমান করা হচ্ছে, কোন ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করা হয়েছিল সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়কে তাই হয়তো তিনি আত্মঘাতী হয়েছেন।
বাড়ির চিলেকোঠা থেকে তাঁর দেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে আড়াই পাতার একটি চিঠিও মিলেছে। তাঁর পাশ থেকেই, যা ‘সুইসাইড নোট’ বলেই মনে করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, চিঠিটি আড়াই পাতা জুড়ে লেখা।
মৃতের বাড়ি থেকে তাঁর শেষ লেখা চিঠিতে দেওয়া তথ্য চোখে পড়তেই রহস্য ঘনীভূত হচ্ছে।সত্যজিতের পরিবারের অভিযোগ, মোবাইল ভূঁয়ো ভিডিও দেখিয়ে সত্যজিৎকে ব্ল্যাকমেলিং করা হয়েছিল। মৃতের ছেলে সার্থক বন্দ্যোপাধ্যায়ও জানান, বাবার ‘সুইসাইড নোটে’ এ নিয়ে বিস্তারিত লেখালিখি হয়েছে। চিঠিতে চারজনের নাম রয়েছে। এর মধ্যে দু’জনকে তাঁরা চেনেন। এখন ব্ল্যাকমেইলের ভিডিওটি আসল না ভুয়ো, তা পরীক্ষা করে দেখবে পুলিশ।