উত্তর কলকাতার বনেদি বাড়ির দুর্গাপুজো বলতে গেলে এককথায় বলতে হয় ছাতুবাবু–লাটুবাবুর বাড়ির দুর্গাপুজোর কথা। বিডন স্ট্রিটের ওপরেই আজও সাবেকি মূর্তি দিয়েই জমজমাট হয়ে চলেছে এই প্রাচীন দুর্গাপুজো। ১৭৮০ সালে রামদুলাল দে (সরকার) এই পুজো শুরু করেন। তিনি ছিলেন স্বাধীনোত্তর মার্কিন এবং ভারতের বাণিজ্যের পথিকৃৎ। তাঁর মৃত্যুর পর দুই ছেলে আশুতোষ দেব (ছাতুবাবু) এবং প্রমথনাথ দেব (লাটুবাবু) ঐতিহ্য ধরে রাখেন। আর তাঁদের মৃত্যুর পর অনাথ নাথ দেব এই পুজো চালিয়ে যান।
কেমন করে হয় এই পুজো? কাঠের সিংহাসনে দেবীর অধিষ্ঠান। ডাকের সাজে অতসী ফুলের রঙের প্রতিমা। গোলাকৃতি চালি কাগজের। তন্ত্র মতে ত্রিসন্ধ্যা দেবীর পুজো হয়। প্রথম পুজোয় চালকুমড়ো ও আখ বলি হয়। দ্বিতীয় পুজোয় কুমারী পুজো এবং দ্বিতীয় ও তৃতীয় পুজোর সন্ধিক্ষণে ১০৮টি রুপোর প্রদীপ উৎসর্গ করা হয়। নৈবেদ্যে থাকে ফলমূল, সন্দেশ, দই। ঘিয়ে ভাজা লুচি, নুন ছাড়া আলু, পটল এবং বেগুনভাজা, নাড়ু, সন্দেশ ইত্যাদি দিয়ে ভোগ সাজানো হয়।
অনাথ নাথ দেবের মৃত্যুর পর তাঁর পাঁচ ছেলে ত্রিপথ নাথ দেব, পশুপতি নাথ দেব, ভূপতি নাথ দেব, নৃপতি নাথ দেব এবং শ্রীপতি নাথ দেব এই পুজো যথাযোগ্য মর্যাদায় চালিয়ে যাচ্ছেন।
